ফিচার

বৃষ্টির দেখা নাই, আমন চাষ ব্যাহত

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম: বর্ষার ভরা মৌসুমেও কুড়িগ্রামের উলিপুরে বৃষ্টির দেখা নাই। তবে কখনো কখনো আকাশ কালো মেঘে ছেয়ে যায়। মাত্র দু এক ফোঁটা বৃষ্টিতেই থেমে যায় মেঘের গর্জন। তাই পানির অভাবে ব্যাহত হচ্ছে আমন চাষ।

উলিপুরে মোট আবাদি জমির পরিমাণ ২৬ হাজার ৯২৮ হেক্টর। এর মধ্যে ২৪ হাজার ৫৩৬ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১৭ হাজার ৭০ শতাংশ জমিতে আমন চারা রোপণ করা হয়েছে। আমন চাষের জন্য প্রয়োজন ৩৬০ থেকে ৪শ মিলিমিটার বৃষ্টি। তবে এ উপজেলায় মে থেকে চলতি আগস্ট মাস পর্যন্ত তেমন বৃষ্টি হয়নি। তাই ব্যাহত হচ্ছে আমন চাষ।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রকৃতির বৈরী আচরণের মধ্যে শ্যালো ইঞ্জিন, গভীর, অগভীর নলকূপ ব্যবহার করেই আমন চাষ করছে কৃষকরা। এ জন্য কৃষককে প্রতি ঘণ্টায় ১শ টাকা বা তার থেকে বেশি গুনতে হচ্ছে।

উলিপুর পৌর সভার কৃষক আনোয়ারুল, হাসান, গুনাইগাছ ইউনিয়নের কৃষক রিকো, বজরা ইউনিয়নের কৃষক মোসলেম বলেন, ‘দীর্ঘদিন ধরে বৃষ্টির অপেক্ষায় আছি। কিন্তু বৃষ্টির দেখা নাই। তাই এবার আমন চাষে খরচ বেশি হচ্ছে। কিছু কিছু জমিতে পানির অভাবে এখনো চাষ দেয়া সম্ভব হয়নি।’

উলিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বৃষ্টি কম হলেও আমন চাষে আগ্রহী কৃষকরা। ইতোমধ্যে লক্ষ্যমাত্রার প্রায় ৭০ শতাংশ আমন চারা রোপণ হয়ে গেছে। মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা