সান নিউজ ডেস্ক: আজকাল খেলনা থেকে শুরু করে ইলেকট্রিক গাড়ি বা সাইকেলেও রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করা হয়৷ শক্তিশালী এই ব্যাটারিতে সহজেই আগুন ধরে যেতে পারে যে কোন সময়।
বাসায় অনেক ডিভাইসের মধ্যে রিচার্জেবল ব্যাটারি থাকে৷ বিশেষ পরিস্থিতিতে সেগুলি বিপদের কারণ হয়ে উঠতে পারে৷ বড় আকারের এক লিথিয়াম-পলিমার রিচার্জেবল ব্যাটারির মধ্যে শর্ট সার্কিট ঘটালে তার পরিণাম স্পষ্ট হয়ে যায়৷ সঙ্গে সঙ্গে বিষাক্ত ধোঁয়া বেরিয়ে আসে৷
কিছুক্ষণ পরেই ব্যাটারিতে আগুন ধরে যায়৷ এমনকি ধাক্কা অথবা ভুল চার্জিংয়ের কারণে সামান্য ক্ষতি হলেও আগুন ধরে যেতে পারে৷ আগুনের তেজ কমতে কয়েক মিনিট লেগে যায়৷
অগ্নি নির্বাপক বিশেষজ্ঞ টোমাস স্মিড বলেন, ‘‘পলিমার ব্যাটারি প্যাকের ব্যবহার বেড়ে চলেছে৷ ইলেকট্রিক গাড়িতেও সেই ব্যাটারি বসানো হচ্ছে৷ প্রত্যেকটি ই-বাইকের মধ্যেও পলিমার ব্যাটারি থাকায় প্রায়ই আগুন লেগে যাচ্ছে৷ ক্ষয়ক্ষতি ঘটলে অথবা চার্জিংয়ের সময় উপস্থিত না থাকলে এমনটা ঘটতে পারে৷''
এবার বিপজ্জনক এক্সপেরিমেন্টের পালা৷ রান্নাঘরে রান্নার তেল কতটা মারাত্মক হতে পারে, তা দেখাতে দমকলকর্মীরা গ্যাসের স্টোভে তেল গরম করছেন৷ সাধারণ চুলার ক্ষেত্রেও একই পরিণাম ঘটতে পারে৷
টোমাস স্মিড মনে করিয়ে দিলেন, ‘‘বাসার রান্নাঘরে চুলার উপর কড়ার তাপমাত্রা ২৩০ থেকে ২৪০ ডিগ্রির মতো ছুঁলে ধোঁয়া বের হবে৷ সাধারণত স্মোক ডিটেক্টর সেটা টের পায়৷ অ্যালার্মের শব্দে টনক নড়লে দ্রুত আগুন বন্ধ করে কড়া সরিয়ে নিলে আর কোনো অঘটন ঘটার কথা নয়৷''
কিন্তু তেল যদি আরো গরম হতে থাকে, তখন কী ঘটবে? ২৫০ থেকে ৩০০ ডিগ্রি ছুঁলে আগুন ধরে যাবে৷ ঢাকনা দিয়ে আগুনের শিখা নেভানোর চেষ্টা করেও লাভ নেই৷ কারণ ঠাণ্ডা হবার সময় কম থাকায় আগুনের শিখা কড়া থেকে বেরিয়ে আসবে৷
এমন অবস্থায় কী করা যায়? টোমাস স্মিড বলেন, ‘‘আপনি আগুন দেখছেন৷ পাশেই বেসিন রয়েছে৷ পানি দিয়ে আগুন নেভানোর তাগিদ জাগতে পারে৷ কিন্তু তেলের ক্ষেত্রে এর চেয়ে বড় ভুল আর হতে পারে না৷''
দমকলকর্মীরা অবশ্যই নিরাপদ দূরত্ব রেখে হাতেনাতে সেই ভুলের পরিণাম দেখিয়ে দিলেন৷ কারণ, কেউ সেই সময় চুলার পাশে থাকলে ভীষণভাবে পুড়ে যেতে পারে৷
তেলের মধ্যে বিস্ফোরণের কারণ বুঝতে হবে৷ জ্বলন্ত তেলের তুলনায় পানির ঘনত্ব অনেক বেশি৷ ফলে পানি কড়ার নীচে তলিয়ে যায়৷ সেই অংশটি এত গরম যে সঙ্গে সঙ্গে বাষ্পীভবন ঘটে৷ ফলে মাত্র এক লিটার পানি থেকে ১,৭০০ লিটার জলীয় বাষ্প সৃষ্টি হয়৷ সেই বাষ্পের তোড়ে তেল দ্রুত ছিটকে যায়৷ কখনোই এমন পরীক্ষা নকল করা উচিত হবে না৷
সান নিউজ/এমএম