ইন্টারন্যাশনাল ডেস্ক:
১৯৫০ এর দশক থেকে শুরু হওয়া দাম্পত্য জীবনের মাঝে হানা দেয় বৈশ্বিক মহামারি করোনাভাইরাস। দীর্ঘ ৬৩ বছর একসঙ্গে কাটানোর পর আক্রান্ত হন ব্রিটিশ এই দম্পতি।
অবস্থা গুরুতর হলে ভর্তি হন যুক্তরাজ্যের সাউদাম্পটন হাসপাতালে। তবে চিকিৎসার একপর্যায়ে স্বামী জানতে পারেন, করোনা তার ৮৩ বছর বয়সী সঙ্গিনী মেরি'র প্রাণ কেড়ে নিয়েছে।
এই খবরে এতটাই ভেঙে পড়েছিলেন ৯০ বছর বয়সী বিল ডর্টনাল যে নিজের অক্সিজেন মাস্ক পরে থাকতে স্বেচ্ছায় অস্বীকৃতি জানান। ফলে দু'জনে একই দিনে না ফেরার দেশে চলে যান।
দীর্ঘ ৪০ বছর ধরে পরিচ্ছন্নতা কর্মীর দায়িত্ব পালন করেছেন বিল ডর্টনাল। মিলব্রুক এলাকায় তিনি সপরিবারে বাস করতেন।
প্রথমে স্ত্রী মেরি করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর বিল ডর্টনাল স্ট্রোক করে ওই হাসপাতালে ভর্তির পর করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত হন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি ইকো জানায়, শুরুতে দু'জনেই ঠাণ্ডাজনিত রোগে ভুগছিলেন। মেরিকে হাসপাতালে ভর্তির পরেও অবস্থান উন্নতি ঘটেনি। দিন কয়েকের মধ্যেই তিনি মারা যান। এ খবর পেয়ে অক্সিজেন মাস্ক পরতে আর রাজি হননি তার স্বামী। পরে একইদিনে তারও মৃত্যু হয়।