আসমাউল মুত্তাকিন: এই পৃথিবীর অনেক তথ্য আমাদের অজানা। অনেক খবর শুনলে বা দেখলে আমাদের অবাক না হয়ে উপায় নেই। তাই বলে চাকরি নিয়ে। কত ধরনের চাকরির পিছে মানুষ হন্যে হয়ে ছুটে বেড়ায়।
কিন্তু কিছু চাকরি আছে যেগুলোর জন্য চাকরিদাতাদের বেশি কসরত পোহাতে হয়।
ভাড়া করা প্রেমিকের চাকরি
আপনার কি কোনো প্রেমিক আছে? না থাকলেও কোনো চিন্তা নেই! অনায়াসে ভাড়া করতে পারেন প্রেমিক। আজকাল ইন্টারনেটে এমনই সব লোভনীয় বিজ্ঞাপনের দেখা মেলে। ছবি, নাম সহ কার ভাড়া কত সব তথ্য থাকবে হাজির।
তবে এটি কোনো বেআইনি কাজ নয়। জাপান, চিন, আমেরিকা, ইউরোপ, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোতে প্রেমিক ভাড়া দেয়া হয়ে থাকে এবং এটি সেসব দেশে আইনসম্মত।
সাননিউজ/এএসএম