ইন্টারন্যাশনাল ডেস্ক:
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে পুরো দুনিয়াই অচল হয়ে পড়েছে। কেননা এই মারণ ভাইরাস থেকে বাঁচতে বিশ্বজুড়ে চলছে লকডাউন।
অবসরের এই সময়টায় যাতে শারীরিক ও মানসিক ক্ষতি না হয় সেজন্য বিশেষজ্ঞেরা ব্যায়ামসহ নানা পরামর্শ দিচ্ছেন। কিন্তু কেউ কেউ আবার অবসরের সময়টা অন্য বিষয় নিয়ে মেতে উঠেছেন।
আর সেটি হচ্ছে নীল ছবি বা পর্ণ। সাম্প্রতিক এক গবেষণায় তেমনটাই উঠে এসেছে।
অন্যান্য সময়ে ওই সব দেশের মানুষ যতটা নীল ছবি দেখেন সেই তুলনায় লকডাউন চলাকালীন সময়ে তারা অনেকটাই তা বেশি দেখছেন বলে দাবি করেছে বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় পর্ণ ওয়েবসাইট ‘পর্ণহাব’।
অন্য সময়ের তুলনায় কোন কোন দেশের মানুষ এই লকডাউন চলার সময়ে বেশি পর্ণ দেখছেন তা নিয়ে একটি সমীক্ষা চালায় ওয়েবসাইটটি।
বিশ্বজুড়ে লকডাউন এক সঙ্গে শুরু হয়নি। মারণ ভাইরাসটি যেমন একে একে বিভিন্ন দেশে থাবা বসিয়েছে ঠিক সেভাবে লকডাউনও শুরু হয়েছে ধাপে ধাপে। আর সেই লকডাউনের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সেসব দেশের মানুষদের মধ্যে পর্ণ দেখার প্রবণতা।
আর এ সময় ভারতেই দেখা গিয়েছে নীল ছবি দেখার ক্ষেত্রে সবচেয়ে বড় চাহিদা। রাতারাতি সেটা বেড়ে গেছে ৯৫ শতাংশে।
পর্ণহাবের সাম্প্রতিক সমীক্ষার রিপোর্টে দেখা যায়, বিশ্বজুড়েই কার্যত লকডাউনের সময়ে বেড়েছে নীল ছবি দেখার প্রবণতা। সেই বৃদ্ধির হার আবার এক একটা দেশে এক এক রকম। যেমন ফ্রান্সে বেড়েছে ৪০ শতাংশ, জার্মানিতে ২৫ শতাংশ, আমেরিকায় ২৬ শতাংশ, ইতালিতে ৫৫ শতাংশ, রাশিয়াতে ৫৫ শতাংশ, স্পেনে ৬০ শতাংশ আর ভারতে ৯৫ শতাংশ।
তাতেই বেরিয়ে এসেছে যে, বিশ্বের তাবড় তাবড় দেশকে কার্যত হারিয়ে দিয়েছে ১৩০ কোটি মানুষের দেশ ভারত।