জেলা প্রতিনিধি: পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারি ঘিরে সাভারের ফুলচাষিরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। চলতি বছরে তিন দিবসকে ঘিরে সাভার উপজেলা কৃষি অফিস ৫০ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রার কথা জানিয়েছে।
আরও পড়ুন: তুলা চাষে সফল হওয়ার স্বপ্ন
সরেজমিনে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর, আক্রাইন, সাদুল্লাপুর, মৈস্তাপাড়া, বাগ্নীবাড়ি, সামাইর, কালিয়াকৈর, ভবানীপুর, রাজারবাগ, নয়াপাড়া, খাগান ও কমলাপুরসহ সাভারের বিভিন্ন অঞ্চল ঘুরে গোলাপ, জারবেরা, রজনীগন্ধা,মামফুলসহ বিভিন্ন প্রজাতির ফুলের আবাদ করতে দেখা যায়।
মৈস্তাপাড়া এলাকার গোলাপচাষি সফিকুল ইসলাম বলেন, সাভারে লাল মাটিতে মেরেন্ডা জাতের গোলাপের চাষাবাদ করা হয়। উর্বর ও নিষ্কাশিত জমিতে গোলাপ চারা রোপণ করলে ভালো ফলন পাওয়া যায়। গত কয়েক বছরের তুলনায় এ বছর ফুলের উৎপাদন ভালো হয়েছে।
অন্যদিকে সাভারে গোলাপ গ্রাম খ্যাত বিরুলিয়ায় গোলাপের বাগানে প্রতিদিনই ভিড় করেন দর্শনার্থীরা। মনোমুগ্ধকর পরিবেশে ও ভালোবাসার প্রতীক হিসেবে প্রিয়জনদের হাতে তুলে দেন বাগানের তরতাজা গোলাপ।
সাভার উপজেলার কৃষি কর্মকর্তা আল মামুন বলেন, উপজেলায় প্রায় ৩০৫ হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। এর মধ্যে প্রায় ২৩০ হেক্টর জমিতে গোলাপ ফুলের চাষ হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এ বছরের গোলাপের ফলন ভালো হয়েছে। ৩ দিবস ঘিরে এ বছর গোলাপচাষিদের লাভের সম্ভাবনা রয়েছে। সব কিছু ঠিক থাকলে ৫০ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে।
সান নিউজ/এএন