নুসরাত জাহান ঐশী: আজ সপ্তাহিক ছুটির দিনে রাজধানীর প্রাণকেন্দ্রে ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে দর্শনার্থীদের ভিড় বেড়েছে।
আরও পড়ুন : ঝগড়ার সময় শান্ত থাকার উপায়
শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে খোলামেলা স্থান উপভোগ করতে এখানে ভিড় জমিয়েছেন নানা বয়সী মানুষ।
ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এ উদ্যানের একেবারে কেন্দ্রস্থানে রয়েছে প্রশস্ত লেক। লেকের তলদেশে রয়েছে স্বাধীনতা জাদুঘর। তার ঠিক ওপরে দাঁড়িয়ে আছে স্বাধীনতা স্তম্ভ।
আরও পড়ুন : পদোন্নতি পেতে বাড়াতে হবে যেসব দক্ষতা
লেকের চারপাশে রয়েছে বিস্তৃত মাঠ। মাঠের দুই কোণে সংক্ষিপ্ত ঝাউবন। বিচ্ছিন্নভাবে গাছপালা ঢাকা স্থান। এর ভেতর দিয়ে এঁকেবেকে গেছে পায়ে হাঁটা বাধাই করা রাস্তা।
এখানে এসে নগরবাসী পান নিখাঁদ প্রকৃতির ছোয়া। তাই তো যেকোনো ছুটির দিনে এসে ভিড় জমান তারা।
সান নিউজ/এনজে/এমআর