নিউইয়র্কের ফ্যাশন উৎসব বিশ্বের তিনটি ফ্যাশন উৎসবের অন্যতম। এই উৎসবে হলিউড-বলিউডসহ বিশ্বের নানা প্রাপ্ত থেকে উপস্থিত হন নামি দামি সব ফ্যাশন ডিজাইনার ও মডেলরা। আরোও থাকেন ফ্যাশন দুনিয়া মাতানো সংবাদিকরা।
আর এই উৎসব গুলো বসে প্যারিস, লন্ডন ও নিউইয়র্কে। গ্রীষ্ম ও শীত এই দুটি সিজনে ভাগ হয়ে চলে এই উৎসবগুলো। প্রতি বছরের ন্যায় এবারেও নিউইয়র্কের ম্যানহাটনে বসতে চলছে ফ্যাশন উইক। নিউইয়র্ক ফ্যাশন উইক নামে শীতকালীন এই আসর বসবে ৬ ফেব্রুয়ারী থেকে। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
ক্যামেরার আলো ঝলকানির মধ্যে চলে নানা দেশের পোশাকের প্রদর্শনী। গ্ল্যামার ওয়ার্ল্ডে এই উৎসবগুলোর গুরুত্ব ও মর্যাদা অনেক।
এবারের আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশও। আমেরিকা প্রবাসী ওমর চৌধুরীর তত্বাবধানে অভিনেতা, প্রযোজক ও ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন নিউইয়র্ক ফ্যাশন উইকে অংশ নেবেন বলে চূড়ান্ত হয়েছে।যা হতে চলেছে কোনো পুরুষ ডিজাইনারের মাধ্যমে বাংলাদেশের প্রথম অংশগ্রহণ।
আগামী ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ স্যাগমেন্টে তিনি হাজির হবেন ঐতিহ্যবাহী মসলিন, জামদানি, তাঁত ও পাটের পোশাক নিয়ে। পিয়াল হোসেনের নকশা করা পোশাক পরে রানআউটে হাঁটবেন বিশ্বের নামী দামী মডেলরা। এই ভাবনায় বেশ উচ্ছ্বসিত পিয়াল হোসেন।