লাইফস্টাইল ডেস্ক: ব্রিটিশ সংগীত তারকা ডুয়া লিপা এখন কোথায়? তার আগে বলে রাখি, সংগীত তারকা ছাড়াও ফ্যাশন আইকন হিসেবে নামডাক আছে ডুয়া লিপার। লকডাউনে বোর হয়ে আলবেনিয়ায় ঘুরে বেড়াচ্ছেন তিনি।
সঙ্গী হয়েছেন প্রেমিক—‘হাদিদদের ছোট ভাই’ আনোয়ার হাদিদ। ইনস্টাগ্রামে একেকটা ছবি পোস্ট করছেন ডুয়া, আর সেসব ছবি ঠিক করে দিচ্ছে সামনের দিনগুলোর ‘সুপার হাই ফ্যাশন হলিডে লুক’।
দ্য অ্যাটিকোর সাদা ট্যাংক ড্রেসটিও পছন্দ করেছেন ভক্তরা। এই ড্রেস তিনি পরেছিলেন মানানসই সাদা সানগ্লাস আর প্রাডা লোগোর দুল দিয়ে। সঙ্গে ছিল কালো আর সিলভাররঙা স্যান্ডেল।
সাননিউজ/এএসএম