সান নিউজ ডেস্ক : সময় দেখার জন্যই এক সময় ঘড়ির ব্যাবহার হতো। তবে পকেটের মুঠোফোনই সে প্রয়োজন মেটাচ্ছে। তবে ঘড়ি যে শুধুই সময় দেখার জন্য নয়, তা সবাই জানেন। বর্তমানে ঘড়ি হচ্ছে স্টাইল ও ব্যক্তিত্বের নিদর্শন। হাতে একটি ভালো মানের ঘড়ি আপনার ব্যক্তিত্ব প্রকাশ করতে পারে। সময় দেখার পাশাপাশি ঘড়ি এখন ফ্যাশনেরও উপকরণ।
রুচি বুঝে ঘড়ি কিনুন
স্মার্ট ফ্যাশনে চাই স্টাইলিশ হাতঘড়ি। ঘড়ির সময় ঠিক থাক আর না থাক স্টাইলিশ ফ্যাশনের জন্য হাতে ঘড়ি থাকা চাই-ই চাই। বসুন্ধরা সিটিতে ঘড়ি কিনতে এসেছেন সদ্য ব্যাংকের চাকরিতে যোগদানকারী আসাদুজ্জামান। তিনি বলেন, ‘হাতঘড়ি যেমন সময় দেখতে, তেমনি স্টাইলের ক্ষেত্রেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। প্রয়োজন আর ফ্যাশনের সম্মিলন ঘটাতেই হাতে ঘড়ি ব্যবহার করি।’
কার জন্য কেমন ঘড়ি
বর্তমানে তরুণদের পছন্দের তুঙ্গে রয়েছে মোটা চেইন আর বড় ডায়ালের ঘড়ি। কিশোরেরা বরাবরই স্পোর্টস ঘরানার ঘড়ি বেশি পছন্দ করে। কেউ আবার পছন্দের তারকার অনুকরণে ঘড়ি কিনে থাকে। হাতের সঙ্গে মানানসই ঘড়িই সব সময় পরতে হবে, ব্যাপারটা ঠিক তেমন নয়। চিকন হাতেও খুব ভারী ঘড়ি বা বেল্টের ঘড়ি স্থান করে নিতে পারে। চাকরিজীবীদের জন্য ঘড়িটা খুবই গুরুত্বপূর্ণ। অফিশিয়াল পোশাকে সাজের পূর্ণতা আনতে পছন্দের একটি ঘড়ি থাকা চাই-ই চাই। তবে এ ক্ষেত্রে অবশ্যই নিজের চেহারা, সাজ, দৈহিক গঠনকে প্রাধান্য দেওয়া চাই। সবকিছুর মধ্যে আবার বাছাই করা ব্র্যান্ড নিয়েও চলে সহকর্মীদের ভেতর নীরব প্রতিযোগিতা।
সান নিউজ/এসএ