নতুন বছর শুরু হয় আর সাথে সাথে শুরু হয় ফ্যাশনের নতুন ট্রেন্ড। পুরানোকে নতুন করে সাজানো বা চলমান ট্রেন্ডের সাথে নতুন কিছু যুক্ত করেই নজরকাড়া ডিজাইনগুলো দেখা যায় বছর ঘুরে। এবার দেখা যাবে কুটি দেয়া জামা,ঘটি হাতা,পলকা ডটসহ ইত্যাদি।
বাটার কাপ ইয়েলো: কাপড়েরর সাথে সাথে কিছু কালারও জনপ্রিয় হয় । যে কালারের ড্রেস এবার নতুন ট্রেন্ড সৃষ্টি করতে যাচেছ তা হলো বাটার কাপ ইয়েলো। তাই এই কালারের কাপড় বেছে নিন।
পাফি স্লিভস: সেই ছোটবেলার ঘটি হাতা ফ্রকটাই আবার ফিরছে। গত বছরও এর বেশ কদর ছিল বলিউড, হলিউড ও ফ্যাশন হাউসে। এবারও ক্যারোলিনা হেরেরা, ব্রোক কালেকশন, সিমোন রোচার মতো আন্তর্জাতিক সব ফ্যাশন হাউস পাফি স্লিভকে প্রাধান্য দিচ্ছে।
পলকা ডট: নতুন বছরে পলকা ডটের প্রাধান্য বেড়ে যেতে পারে। বেলেনসিকাগা, বলমেইনসহ বেশ কিছু ডিজাইনার পলকা ডট নিয়ে আবার নতুন করে কাজ শুরু করছেন।
প্লিটস বা কুচি জামা: ফ্যাশন ডিজাইনাররা নানা রংয়ের পোশাকে প্লিটসকে প্রশ্রয় দিচ্ছেন। স্কার্ট, কামিজ, টি-শার্টে পাবেন প্লিটস। তাই নতুন বছরে প্লিটস বাজিমাত করবে বলেই মনে হচ্ছে।
ট্রা কোট: শীতকে পরাজিত করতে বিভিন্ন ডিজাইনের ট্রা কোটের চল হয়েছে। এবারও হালকা কাপড়ের ট্রা কোট মাতাবে ফ্যাশন বিশ্ব।
ডেনিম স্কার্ট: নব্বইয়ের দশকের ডেনিম স্কার্ট নতুন বছর আবারো ফিরে আসছে। সেলিন, মারকোয়েজ, আলমেইদা, স্টেলা ম্যাককার্টনির মতো ফ্যাশন ডিজাইনাররা ডেনিম স্কার্টকে প্রাধান্য দিচ্ছেন। তাই আপনিও বেছে নিন তা।
তথ্যসূত্র: ট্রেন্ড স্পটার ডট কম, কসমোপলিটান।