নিজস্ব প্রতিবেদক: গত দুদিন ধরেই বৃষ্টিতে ভিজছে রাজধানীর সড়ক। এরপরও বেড়েই চলেছে বায়ুদূষণের মাত্রা, নেই স্বস্তির খবর।
আরও পড়ুন: সুন্দরবনে গাছের সংখ্যা জানতে জরিপ শুরু
বৃহস্পতিবার (২১ মার্চ) আইকিউএয়ারের তথ্য মতে সকাল ৯টা ১৭ মিনিটের দিকে, ১৬৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা আজ ৩য় স্থানে অবস্থান করছে। ফলে ঢাকার বাতাস জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
এ তালিকায় ২০৫ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, ২য় স্থানে নেপালের কাঠমান্ডু রয়েছে ১৭৭ স্কোর নিয়ে, ৩য় স্থানে ঢাকা, যার স্কোর ১৭২। আবার সেনেগালের ডাকার শহর ১৬৭ স্কোর নিয়ে ৪র্থ অবস্থানে আছে এবং ১৬২ স্কোর নিয়ে ভারতের আরেক শহর মুম্বাই আছে ৫ম স্থানে।
সান নিউজ/এএন