নিজস্ব প্রতিবেদক: আবহাওয়াবিদরা জানিয়েছেন দেশের ৩ জেলায় মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে এরই মধ্যে। গরম আরও বেড়ে তাপপ্রবাহের আওতা বাড়তে পারে।
আরও পড়ুন: আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
রোববার (১৭ মার্চ) খুলনা অঞ্চল ছাড়া দেশের কোথাও ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার বৃষ্টির আওতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
শনিবার (১৬ মার্চ ) সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হয়েছে। কোথাও বয়ে গেছে ঝোড়ো হাওয়া। এ সময় সবচেয়ে বেশি ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে যশোরে।
আরও পড়ুন: ৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, কোনো বিস্তৃত এলাকাজুড়ে নির্দিষ্ট সময় ধরে তাপমাত্রা ৩৬-৩৮ ডিগ্রি থাকলে মৃদু, ৩৮-৪০ ডিগ্রি থাকলে মাঝারি ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি হলে তীব্র তাপপ্রবাহ বলা হয়।
রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেছে, খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চট্টগ্রাম, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ।
সান নিউজ/এএন