নিজস্ব প্রতিবেদক: আজ ছুটির দিনে সকালে বায়ুদূষণে ঢাকার অবস্থান ৫ম।
আরও পড়ুন: ৫ বিভাগে বৃষ্টির সম্ভবনা
একই সময়ে বিশ্বে বায়ুদূষণে ১ম ও ২য় স্থানে আছে উজবেকিস্তানের তাশখান্ত ও থাইল্যান্ডের চিয়াংমাই। শহর দুটির স্কোর যথাক্রমে ২৭৪ ও ২২৬।
আইকিউএয়ারের মানদণ্ড তথ্যমতে, স্কোর ৫১-১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১-১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১-২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১-৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
আরও পড়ুন: গরম আরও বাড়বে
আইকিউএয়ারের দেওয়া আজকের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। আজ ঢাকার বাতাসে যতটা এই বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ১৬ গুণের বেশি।
সান নিউজ/এএন