নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অধিদফতর জানিয়েছে আজ সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ বন্ধ
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় সংস্থাটি।
পূর্বাভাসে বলা হয়, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ দিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন: ভাসানচরে বিস্ফোরণের ঘটনায় মামলা
আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, আজ ঢাকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায়।
সান নিউজ/এনজে