নিজস্ব প্রতিবেদক: আজ বায়ুদূষণের মাত্রার দিক থেকে রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ। শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি।
আরও পড়ুন: সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা
শনিবার (২৪ ফেব্রুয়ারি) আইকিউএয়ার সকাল ৯টা ৫ মিনিটে সূচক থেকে জানা গেছে এ তথ্য।
আজ তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির বায়ুর মানের স্কোর হচ্ছে ১৮১ অর্থাৎ সেখানকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। ২য় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। শহরটির স্কোর হচ্ছে ১৭০ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। সূচকে ৩য় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা এবং শহরটির স্কোর হচ্ছে ১৬৭। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।
আরও পড়ুন: ঢাকার বায়ুর মানে উন্নতি
প্রসঙ্গত, গতকাল বৃষ্টির প্রভাবে বায়ুমানে বেশ উন্নতি ঘটলেও একদিনের ব্যবধানে আবারও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে ঢাকার বায়ু। গতকাল ঢাকার স্কোর ছিল ১৬১ এবং তালিকায় ঢাকার অবস্থান ছিল ষষ্ঠ। দূষণের তালিকায় আজ ঢাকার অবস্থান চতুর্থ। রাজধানী ঢাকার দূষণমাত্রার স্কোর হচ্ছে ১৬৪ অর্থাৎ এখানকার বায়ু মান আজ অস্বাস্থ্যকর।
সান নিউজ/এএন