নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আজ দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা রয়েছে দুই নম্বরে।
আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪১
শনিবার (২০ জানুয়ারি) বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
এ তালিকার শীর্ষে থাকা ভারতের কলকাতার স্কোর ২৫৩। অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এ শহরের দূষণমাত্রার স্কোর ২৩৬। অর্থাৎ এখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে জাতিসংঘের অভিনন্দন
তিন নম্বরে রয়েছে পাকিস্তানের করাচি। শহরটির স্কোর ২২৫। অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এরপর চার নম্বরে ভারতের মুম্বাই ও পাঁচ নম্বরে রয়েছে দেশটির আরেক শহর দিল্লি। এ দুই শহরের বাতাসও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের সূচকে, স্কোর ০-৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর।
১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
সান নিউজ/এনজে