নিজস্ব প্রতিবেদক: গত কয়েকদিন ধরেই বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ ১০-এর মধ্যে রয়েছে রাজধানী ঢাকা। বিশ্বের ১১০টি শহরের মধ্যে আজ রাজধানীর অবস্থান শীর্ষ চার নম্বরে।
আরও পড়ুন: তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে
রোববার (১৪ জানুয়ারি) সকাল ৯ টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা যায়।
আইকিউএয়ার সূচকে আজ সবচেয়ে দূষিত বাতাসের শহরের শীর্ষে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। শহরটির বাতাসের মানের স্কোর ৩৬৮। বাতাসের এ মান দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ের তাপমাত্রা ৯ ডিগ্রি
তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি ও চীনের চেংডু। শহর ২ টির বাতাসের মানের স্কোর যথাক্রমে ২৫৬ ও ১৮৬। এর মধ্যে দিল্লির বাতাস খুবই অস্বাস্থ্যকর ও চীনের চেংডু শহরের নাগরিকদের জন্য সেখানকার বাতাস অস্বাস্থ্যকর।
আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষ চারে থাকা ঢাকার বাতাসের মানের স্কোর ১৫৬। বাতাসের এ মানও নগরবাসীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
আরও পড়ুন: পাটুরিয়ায়-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ
আইকিউএয়ারের সূচক অনুযায়ী, স্কোর ০-৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর।
১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
সান নিউজ/এনজে