নিজস্ব প্রতিনিধি: আজ রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। এ দিন বায়ুদূষণে বিশ্বের ১০৮ শহরের মধ্যে মেগাসিটি ঢাকা ১১ নম্বরে রয়েছে।
আরও পড়ুন: চলমান শৈত্যপ্রবাহ দীর্ঘস্থায়ী হতে পারে
শনিবার (১৩ জানুয়ারি) বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানানো হয়।
সূচকে আজ শীর্ষে রয়েছে ভারতের কলকাতা শহর। কলকাতার স্কোর ২৭২। দূষিত বাতাসের শহরের তালিকায় ২৪৫ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দেশটির আরও একটি শহর রাজধানী দিল্লি।
এছাড়া তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের করাচি শহরের স্কোর ২১৮। চতুর্থ স্থানে থাকা চীনের ছেংতু শহরের স্কোর ২০৮। পঞ্চম অবস্থানে থাকা চীনের আরেক শহর সাংহাইয়ের স্কোর ১৯০।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী
তালিকায় ষষ্ঠ স্থানে আছে ভারতের মুম্বাই শহরের স্কোর ১৮১। সপ্তম স্থানে থাকা আফগানিস্তানের রাজধানী কাবুল শহরের স্কোর ১৭৪। অষ্টম অবস্থানে থাকা নেপালের কাঠমান্ডু শহরের স্কোর ১৬৯।
নবম স্থানে আছে পাকিস্তানের লাহোর শহরের স্কোর ১৬৮। তালিকায় ১০ নম্বরে থাকা ভিয়েতনামের হো চি মিন সিটির স্কোর ১৬৬। সূচকে ১১ নম্বরে থাকা ঢাকার মান ১৬৫।
আইকিউএয়ারের সূচকে স্কোর ০-৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১-১০০ স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। স্কোর ১৫১-২০০ হলে তাকে অস্বাস্থ্যকর বায়ু বলে মনে করা হয়।
আরও পড়ুন: তেজগাঁওয়ে বস্তিতে আগুন, নিহত ২
২০১-৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে খুবই অস্বাস্থ্যকর বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১-৪০০ স্কোর ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫ টি ধরনকে ভিত্তি করে। যেমন- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
সান নিউজ/এনজে