নিজস্ব প্রতিনিধি: আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শীতের তীব্রতা না থাকলেও সারা দেশে কুয়াশা বেড়েছে। এ জন্য প্রায় রাতেই ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছে। অভ্যন্তরীণ ফ্লাইটও করা হচ্ছে বাতিল। আরও ২ দিন আবহাওয়া পরিস্থিতি প্রায় অপরিবর্তিত থাকবে।
আরও পড়ুন: গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আগামীকাল ও শনিবারের (১৩ জানুয়ারি) পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আরও পড়ুন: বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ সন্ধ্যায়
এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
তবে কোথাও কোথাও এটি দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল এবং অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন হতে পারে বলেও জানায় আবহাওয়া বিভাগ।
আরও পড়ুন: নতুন মন্ত্রিসভায় নেই ১৫ মন্ত্রী
এছাড়া দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। অন্যত্র এটি অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশার জন্য দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়।
আজ সকাল ৯ টা পর্যন্ত নিকলীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস।
সান নিউজ/এনজে