নিজস্ব প্রতিবেদক: দেশের ওপর দিয়ে চলতি মাসেই মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সাথে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে তাপমাত্রাও আরো কমে যেতে পারে।
আরও পড়ুন: সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪
শনিবার (০৯ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গাতে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে আজকে রাজধানী ঢাকাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস ও গতকাল ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত ১
এ অবস্থায় শীত জেঁকে বসার মতো এখনও পরিস্থিতি তৈরি হয়নি। আগামী ১৫ ডিসেম্বর বা তার পরবর্তী সময়ে তাপমাত্রা আরও কমে যেতে পারে। ফলে এই মাসের শেষের দিকে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানায় নাজমুল হক।
সান নিউজ/এএ