আন্তর্জাতিক ডেস্ক: ভানুয়াতুতে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের জেরে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এ দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন: আত্মসমর্পণের মাধ্যমে যুদ্ধ শেষ হবে
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশটির দক্ষিণাঞ্চলে এ ভূমিকম্প হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস প্রাথমিকভাবে জানিয়েছিল, ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে আঘাত হানা এ ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৩। তবে পরবর্তীতে সে তথ্য পরিবর্তন করে তারা।
আরও পড়ুন: গাজায় নিহত ছাড়াল ১৭ হাজার
গ্রিনিচ সময় দুপুর ১২ টা ৫৬ মিনিটে দেশটির রাজধানী পোর্ট ভিলা থেকে ৩৩৮ কিলোমিটার ও ইসানগেল শহর থেকে ১২৩ কিলোমিটার দূরে সমুদ্র তীরের দুরবর্তী একটি অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।
প্রশান্ত মহাসাগর সুনামি সতর্কতা কেন্দ্র বলছে, ভূমিকম্পের ফলে সৃষ্ট বিপজ্জনক ঢেউ ভূমিকম্পের কেন্দ্র থেকে ৩০০ কিলোমিটার দূরে ভানুয়াতু ও নিউ ক্যালেডোনিয়া উপকূল পর্যন্ত যেতে পারে।
উল্লেখ্য, ওশেনিয়া অঞ্চলের এ দেশটিতে ৩ লাখ ২০ হাজার মানুষের বসবাস। সেখানে ভূমিকম্প খুবই সাধারণ ঘটনা। মূলত এটি একটি নিচু দ্বীপপুঞ্জ, যা সিসমিক রিং অব ফায়ারে অবস্থিত।
আরও পড়ুন: ২০৩০ পর্যন্ত ক্ষমতায় থাকছেন পুতিন
রিং অব ফায়ার তীব্র টেকটোনিক কার্যকলাপের একটি চাপ, যা দক্ষিণপূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত।
এর আগে গত মাসে উত্তর ভানুয়াতুতে একটি ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। বার্ষিক বিশ্ব ঝুঁকি প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্প, ঝড়ের ক্ষতি, বন্যা ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের জন্য সবচেয়ে সংবেদনশীল দেশগুলোর মধ্যে একটি ভানুয়াতু। সূত্র: এনডিটিভি
সান নিউজ/এনজে