নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ চট্টগ্রাম বিভাগের ২/১ জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এ দিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন: শ্রীপুরে বিদ্যালয়ে আগুন
সোমবার (২০ নভেম্বর) সকাল ৯ টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ অস্থায়ী মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের ২/১ জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (১৯ নভেম্বর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল ফেনীতে। এ দিন দেশের কোথাও বৃষ্টি হয়নি।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে বাস খাদে, হতাহত ১৬
আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এবং ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস।
আগামীকাল সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সান নিউজ/এনজে