ফাইল ছবি
পরিবেশ

রাতেই আঘাত হানতে পারে ‘হামুন’

নিজস্ব প্রতিবেদক: ক্রমেই বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হামুন’। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানিয়েছেন, আজ রাত ১০ টা থেকে আগামীকাল সকাল ১০ টার মধ্যে এটি উপকূলে আঘাত হানতে পারে।

আরও পড়ুন: চট্টগ্রাম-পায়রায় ৭ নম্বর সংকেত

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপু‌রে স‌চিবাল‌য়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় এক প্রস্তু‌তি সভা শে‌ষে তিনি এ তথ্য জানান।

দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ের গতিবেগ ও চরিত্র বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটি আজ রাত ১০ টা থেকে কাল সকাল ১০ টার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে।

এ কারণে নির্দেশনা দেওয়া হয়েছে, রাত ৮ টার মধ্যে যেন সব ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে আশ্রয় কেন্দ্রে আনা হয়। আমরা আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত করেছি
এবং আমা‌দের মে‌ডি‌ক্যাল টিমও প্রস্তুত র‌য়ে‌ছে।

আরও পড়ুন: আ’লীগের মতবিনিময় সভা কাল

তিনি জানান, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই ১০ জেলার ১৫ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে আনা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আশ্রয় কেন্দ্রেগুলোতে বরাদ্দ অর্থ দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় ২০ লাখ টাকা, ৫০ টন চাল, গো ও শিশু খাদ্যের জন্য এক কোটি টাকা করে মোট ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হ‌য়ে‌ছে।

‘হামুন’ মোকাবিলাকে চ্যালেঞ্জ মনে করছেন না জানিয়ে তিরি বলেন, অন্যান্য ঘূর্ণিঝড়ের মতো এটিকেও আমরা মোকাবিলা করতে পারবো। আজকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সরকারি ছুটি বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: সমুদ্রবন্দরে ৪ নম্বর সংকেত

মন্ত্রণালয়, অধিদফতর ও মাঠ পর্যায়ে উপকূলীয় জেলাগুলোতে মন্ত্রণালয়ের কর্মকর্তারা কাজ করছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘হামুন’ ক্রমেই চট্টগ্রাম এবং বরিশালের উত্তর-পূর্ব অভিমুখে বাংলাদেশের উপকূলে দিয়ে এগিয়ে আসছে। বর্তমানে এটি পায়রা বন্দর থেকে ৩১০ কি.মি. দূরত্বে অবস্থান করছে। এর বাতাসের গতিবেগ ৮৯ কি.মি. থেকে ১১৭ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন: আজ দশমী, দুর্গোৎসবের শেষ দিন

আজ রাত ১০ টা থেকে কাল সকাল ১০ টার মধ্যে এটি বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। তবে এটির গতি বাড়ালে আগেই অতিক্রম শুরু করতে পারে।

এ অবস্থায় এসব উপকূলীয় এলাকায় ৭ নম্বর বিপদ সংকেত দিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ রাত ৮ টার মধ্যে ঝুঁকিপূর্ণ ১০ জেলার মানুষকে আশ্রয়কেন্দ্রে স‌রি‌য়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা