ছবি-সংগৃহীত
পরিবেশ

দেশে নদ-নদী আছে ১০০৮টি

নিজস্ব প্রতিবেদক: আজ বিশ্ব নদী দিবস। দেশে বর্তমানে নদ-নদী রয়েছে ১০০৮ টি। জাতীয় নদী রক্ষা কমিশনের তালিকা মতে, দেশের নদীপথের দৈর্ঘ্য প্রায় ২২০০০ কিলোমিটার।

আরও পড়ুন: ৬ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

রোববার (২৪ সেপ্টেম্বর) বিশ্ব নদী দিবস ২০২৩ উপলক্ষে রাজধানীর তোপখানা সড়কে সিরডাপ মিলনায়তনে বাংলাদেশের নদ-নদী: সংজ্ঞা ও সংখ্যা বিষয়ক সেমিনারে এ সংখ্যা জানানো হয়।

নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক সচিব মার্গুব মোর্শেদ।

নদী রক্ষা কমিশনের সাবেক হাইড্রোলজিস্ট মো. আখতারুজ্জামান তালুকদার সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি উপস্থাপন করেন দেশের নদ-নদীর সংখ্যা ও সংজ্ঞা।

আরও পড়ুন: আজও ভারী বৃষ্টির সম্ভাবনা

তিনি আরও বলেন, সারাদেশে জেলা, উপজেলা, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করে তারা দেশের নদীর সংখ্যা নির্ধারণ করেছেন। দেশে এখন ১০০৮ টি নদী আছে। যার দৈর্ঘ্য ২২ হাজার কিলোমিটার। নদীর সংখ্যা নির্ধারণে কোনো ব্যয় হয়নি।

১০ আগস্ট নদী রক্ষা কমিশনের প্রকাশিত খসড়া তালিকায় নদ-নদী ছিল ৯০৭টি। পরিবেশবাদী বিভিন্ন সংগঠন ঐ তালিকা প্রকাশের পর আপত্তি জানায়।

আখতারুজ্জামান জানান, দেশের প্রতিটি জেলার ওপর দিয়ে ২০টি নদী প্রবাহিত হচ্ছে। সর্বোচ্চ ৯৭ টি নদী সুনামগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। দেশে তেল ,গ্যাস , সোনা ও সম্পদ না থাকলেও দেশে নদীর মতো বড় সম্পদ আছে। যা কখনো গোনায় ধরা হচ্ছে না।

আরও পড়ুন: ১৯ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

তিনি আরও বলেন, ‘৩০০ কিলোমিটারের উপরে আছে পদ্মা - ইছামতি নদী। ইছামতী নদী আছে ১১টি। ২৮০ কিলোমিটার এর উপরে আছে ৫টি নদী। ২০০- ২৭৯ কিলোমিটার দৈর্ঘ্যের আছে ৯ টি নদী। ১০০- ১৯৯ কিলোমিটারের মধ্যে আছে ৪২টি নদী। ৫টি নদী আছে ১০০ কিলোমিটারের মধ্যে। ১০- ৯৯ কিলোমিটার দৈর্ঘ্যের আছে ৪৮০টি নদী। ১ - ৯ কিলোমিটার দৈর্ঘ্যের আছে ৩৭৬ টি নদী। ৪১টি নদী ১ কিলোমিটারের কম । আর দৈর্ঘ্য সম্পর্কে জানা নেই ৫৫টি নদীর।

আলোচনায় গঙ্গা ও পদ্মার সংজ্ঞা তুলে ধরা হয়। তাতে বলা হয় বাংলাদেশের ভেতরে প্রবাহিত অংশটি হল পদ্মা।

আরও পড়ুন: আজ ঢাকার বায়ু সহনীয়

আলোচকরা মন্তব্য করেন সরকারি কর্মকর্তাদের ওপর নির্ভর করে তালিকা তৈরি করলে তা ভুল হবে। সংজ্ঞায় আরও পরিষ্কার করারও অনুরোধ জানানো হয়। জেলা-উপজেলা পর্যায়ে জরিপের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে যুক্ত করার পরামর্শ দেওয়া হয়।

কতগুলো নদী বাংলাদেশ থেকে হারিয়ে গেছে তার তালিকা জানতে চাইলে বলা হয় এ তালিকা চলমান।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা