নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১১টি অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-ভারত
আজ মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূব দিক দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা সফরে গেলেন প্রধানমন্ত্রী
এসকল এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এক্ষেত্রে সমুদ্র বন্দরগুলোর জন্য কোনো সতর্ক সংকেত নেই।
সান নিউজ/এএ