ছবি: সংগৃহীত
পরিবেশ

১৫০০ জলবায়ু কর্মী আটক

আন্তর্জাতিক ডেস্ক : নেদারল্যান্ডসের হেগ শহরের একটি প্রধান মোটরওয়ে অবরোধ করার পর দেড় হাজারেরও বেশি জলবায়ু বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। পরে অবশ্য তাদের বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন : মৌলভীবাজারের জোৎস্না লন্ডনে মেয়র

রোববার (২৮ মে) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসি বলছে, শনিবার (২৭ মে) এক্সটিংকশন রেবেলিয়ন নামে একটি সংগঠন এ প্রতিবাদ-বিক্ষোভের আয়োজন করে। এতে বহু জলবায়ু কর্মী যোগ দিয়েছিলেন। বিক্ষোভ চলাকালীন কর্মীরা জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবিতে দ্য হেগের এ-১২ মহাসড়কে হাঁটাহাঁটি করছিলেন।

আরও পড়ুন : বিশ্বে মৃত্যু ও শনাক্ত কমেছে

পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য জলকামান থেকে পানি বর্ষণ করলেও অনেকেই রেইনকোট এবং সাঁতারের পোশাক পরে প্রস্তুত হয়ে বিক্ষোভে যোগ দিয়েছিলেন। গ্রেফতারকৃত বেশিরভাগ বিক্ষোভকারীকে ছেড়ে দেওয়া হলেও পুলিশ বলেছে, ৪০ জনকে বিচারের আওতায় নেওয়া হবে।

শনিবারে এ প্রতিবাদে যারা অংশ নিয়েছিলেন, তাদের মধ্যে বেশ কয়েকজন ডাচ সেলিব্রিটিও ছিলেন। তাদের মধ্যে ছিলেন অভিনেত্রী ক্যারিস ভ্যান হাউটেনও। তিনি টিভি সিরিজ গেম অব থ্রোনসে মেলিসান্দ্রে চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।

আরও পড়ুন : ৫২.৭ ভাগ ভোট পেয়ে জয়ী হবেন!

ডাচ বার্তা সংস্থা এএনপি জানায়, বিক্ষোভ থেকে অভিনেত্রী ক্যারিস ভ্যান হাউটেনকে গ্রেফতার করা হলেও পরে তাকে ঘরে ফেরার অনুমতি দেওয়া হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, অবরোধ শুরুর মাত্র ১৫ মিনিটের মাথায় পুলিশ কর্মীদের বিরুদ্ধে জলকামান ব্যবহার করে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

আরও পড়ুন : সৌদি সফর শেষে ফিরলেন সেনাপ্রধান

তবে পুলিশ বলেছে, তারা কর্মীদের চলে যেতে বলেছিল এবং জলকামান ব্যবহার করার আগে তাদের সরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। অবরোধ থেকে সরে যেতে অস্বীকৃতি জানালে ১৫৭৯ জনকে গ্রেফতার করা হয়।

স্থানীয় নিউজ সাইট ডি টেলিগ্রাফ বলছে, বিক্ষোভকারীদের অনেককে সড়ক থেকে উঠিয়ে বাসে তুলে নেওয়া হয়।

আরও পড়ুন : কিয়েভে ব্যাপক ড্রোন হামলা

এদিকে ডাচ প্রসিকিউশন সার্ভিস জানিয়েছে, গ্রেফতারকৃতদের বেশিরভাগেরই বিচার করা হবে না। কারণ এটি ছোট অপরাধ এবং গ্রেফতারের মূল উদ্দেশ্য ছিল অবরোধের অবসান করা। তবে ভাঙচুর এবং গ্রেফতার আটকাতে আঘাত-সহিংসতায় অংশ নেওয়া ৪০ জনকে বিচার করা হবে বলে পুলিশ জানিয়েছে।

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এ গ্রেফতারের ঘটনা ঘটে। ঐ দিন সন্ধ্যার মধ্যেই অবরোধ তুলে দিয়ে রাস্তাটি উন্মুক্ত করে দেয় পুলিশ।

আরও পড়ুন : নৈসর্গিক সৌন্দর্য চিত্রকর্মের মূল উপজীব্...

এক্সটিংকশন রেবেলিয়ন জানায়, এদিন অন্তত ৬ হাজার বিক্ষোভকারী দ্য হেগের এ-১২ মহাসড়কের পাশে বিক্ষোভে অংশ নেয়। এ নিয়ে সপ্তম বার সংগঠনটির প্রতিবাদকারীরা এ-১২ মহাসড়ক অবরুদ্ধ করল।

তবে শহরের মেয়রের আনা নতুন নিয়মে এ রাস্তায় কোনো ধরনের প্রতিবাদ-বিক্ষোভ করা নিষিদ্ধ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুমিল্লায় গোমতী নদীতে অবৈধ বালু উত্তোলন: ৬ ট্রাক জব্দ, ১ জনের জেল

কুমিল্লার গোমতী নদীর চরে অবৈধভাবে বালু উত্তোলনে ০৬...

ভালুকায় নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধ ও মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ এবং মাদকমু...

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ আহত চার

বগুড়ার রেলওয়ে এলাকায় ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হ...

ফেন্সিডিল ও মদসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নীলফামারীতে ফেন্সিডিল ও বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী...

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ আহত চার

বগুড়ার রেলওয়ে এলাকায় ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হ...

ফেন্সিডিল ও মদসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নীলফামারীতে ফেন্সিডিল ও বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী...

ভালুকায় নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধ ও মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ এবং মাদকমু...

কুমিল্লায় গোমতী নদীতে অবৈধ বালু উত্তোলন: ৬ ট্রাক জব্দ, ১ জনের জেল

কুমিল্লার গোমতী নদীর চরে অবৈধভাবে বালু উত্তোলনে ০৬...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা