ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার রাজাপুরে শতাধিক পোষা কবুতর বিষ প্রয়োগে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ২৭ টি কবুতরের মরদেহ উদ্ধার করে উপজেলা পশু হাসপাতালে নেয়া হচ্ছে।
আরও পড়ুন : ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
বুধবার (৩ মে) উপজেলার বড়ইয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ডের দক্ষিণ পালট গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই এলাকার মাহে আলম হাওলাদার ও তার ছেলের রিপন হাওলাদার কবুতরের ব্যবসা করার উদ্দেশ্যে প্রায় ১শ ২৫ টি কবুতর পুষতেন। বুধবার সকালে ওই বাড়িতে একের পর এক ২৭ টি কবুতর বিভিন্ন গাছ থেকে নিচে পরে মারা যায়। অন্য কবুতরগুলোর কোন খোঁজ নেই।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মাহে আলম হাওলাদার ও তার ছেলে রিপন হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির কবুতরের ব্যবসা করে আসছিলেন। এ উদ্দেশ্যে মুক্তভাবে তার বাড়িতে ১শ ২৫টিরও বেশি কবুতর পালন করে আসছেন।
আরও পড়ুন : পুকুরে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু
গত রাতে অনেক কবুতরই বাড়িতে ফিরেনি। সকালে বাড়ির বিভিন্ন গাছ থেকে একের পর এক পোষা কবুতর গুলো মরে মাটিতে পড়তে থাকে। সকাল থেকে এভাবে ২৭ টি কবুতরের মরদেহ উদ্ধার করা হয়। দুপুরে মৃত কবুতরগুলো উপজেলা পশু হাসপাতালে নিয়ে যান তিনি।
কবুতর ব্যবসায়ী রিপন হাওলাদার অভিযোগ করে জানান, স্থানীয় দুর্বৃত্তরা হয়তো খাদ্যে বিষ প্রয়োগ করে তার পোষা কবুতরগুলো হত্যা করেছে। অথবা কেহ ধানের বীজতলায় কীটনাশক প্রয়োগ করতেও পারে যা খেয়ে কবুতরগুলো মারা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিবেন তিনি।
আরও পড়ুন : বোয়ালমারীতে শিক্ষার্থীকে কুপিয়ে জখম
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ দীনেশ চন্দ্র মজুমদার জানান, পালট গ্রামে বাড়ির ছাদে পোষা কিছু কবুতর মারা যাওয়ার ঘটনাটি শুনেছেন। তাদেরকে হাসপাতালে আসতে বলা হয়েছে এবং থানায় আইনগত ব্যবস্থার নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে। খাদ্যে বিষ ক্রিয়ায় প্রায় ২৭ টি কবুতর মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সান নিউজ/এইচএন