নিজস্ব প্রতিবেদক : আজ বৃষ্টিপাতের প্রবণতা কমে দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আরও পড়ুন : আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু
রোববার (২ এপ্রিল) সকাল থেকে ঢাকার আকাশ মেঘহীন ও জলমলে রোদ দেখা যায়।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, রোববার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন : প্রতিবন্ধীরাও সমাজ ও পরিবারের অংশ
এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
আগামী ৭২ ঘন্টায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।
আরও পড়ুন : যুদ্ধে ইউক্রেনের ২৬২ ক্রীড়াবিদ নিহত
আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছিল টেকনাফে।
সান নিউজ/এনজে