নিজস্ব প্রতিবেদক:
দেশের আবহাওয়া নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (০৯ আগস্ট) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবারের মতো আজও (রোববার) এ অঞ্চলের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এছাড়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গত ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টি হয়েছে ঢাকায়।
আজ ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গতকাল সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে। সোমবার সূর্যোদয় ভোর ৫টা ৩২ মিনিটে। এদিকে আজ সমুদ্র কিংবা নদীবন্দর, কোথাও সতর্ক সংকেত নেই।
সান নিউজ/ আরএইচ