নিজস্ব প্রতিবেদক: দেশের তিন বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আপাতত রাতের তাপমাত্রা কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন: বিএনপির রাজনীতি চোরাবালিতে আটকা
শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ১৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে।
তবে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৬ ডিগ্রি থেকে কমে হয়েছে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নিকলীতে ৯, ঢাকায় ২, শ্রীমঙ্গলে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ময়মনসিংহ ও সাতক্ষীরায় বৃষ্টি হয়েছে সামান্য। কোথাও কোথাও বজ্রবৃষ্টির সঙ্গে শিলাও পড়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আরও পড়ুন: সরকারকে হটাতে হবে
তবে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশাও পড়তে পারে।
এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান শাহিনুল ইসলাম।
সান নিউজ/এনকে