আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বিভিন্ন স্হানে একাধিক অভিযান চালিয়ে ২৫০ ঘনফুট সেগুন, ও ৬০০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করেছে সেনাবাহিনী।
আরও পড়ুন : ২৩ সাংবাদিকের গণপদত্যাগ
শুক্রবার (২০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে এসব চোরাই জ্বালানি কাঠ জব্দ করেন। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।
গাড়িটানা বন বিভাগ সূত্রে, ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি ক্যাম্প কমান্ডার লে. মোহাম্মদ মাহবুবুল বারীর নেতৃত্বে একটি সি টাইপ টহল মানিকছড়ি বাজারের পার্শ্বে ‘রমিজ স’ মিল’ সংলগ্নে পাচার করার উদ্দেশ্যে জমিয়ে রাখা ১২০ ঘনফুট সেগুন ও ১৮০ ঘনফুট আকাশমনি অবৈধ কাঠ জব্দ করেন।
এছাড়া মাঝ রাতে চোরাই পথে ফটিকছড়ির বিভিন্ন ইটভাটায় জ্বালানি হিসেবে পাচারকালে ৩টি জিপ ভর্তি গাড়িতে থাকা ৬০০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়।
আরও পড়ুন : আরসা নেতাদের ধরিয়ে দিতে পোস্টার
শনিবার (২১ জানুয়ারি) সকালে এসব অবৈধ কাঠগুলো গাড়িটানা বন বিভাগে তা হস্তান্তর করা হয়।
এ বিষয়ে গাড়িটানা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা উহ্লামং চৌধুরী জানান, জব্দকৃত কাঠের স্থানীয় বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। জব্দ করা কাঠের বিষয়ে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।
সান নিউজ/এইচএন