নিজস্ব প্রতিবেদক:
খুলনা: অস্বস্তির তীব্র তাপদাহ মানুষের জীবনকে করে তুলেছিল দুর্বিষহ। মানুষ খুঁজছিল স্বস্তির বাতাষ। হঠাৎই আসে বৃষ্টি, মানুষের মনে যেন শান্তির সুবাতাস। তবে স্বস্তির বৃষ্টিতেও কমছে না গরম।
খুলনায় মঙ্গলবার (০৪ আগস্ট) ভোররাত থেকে বেলা ১২টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিনদিনে দেশে ভারি বৃষ্টিপাত হতে পারে।
গত দুদিনে চৈত্র-বৈশাখের মতো ভ্যাপসা গরম পড়েছে খুলনাসহ সারা দেশে। গরমে হাঁপিয়ে উঠেছিল জনজীবন। গত কয়েকদিন তাপমাত্রা খুব বেশি না থাকলেও বাতাসে জলীয় বাষ্প বেশি ছিল। এ কারণে গরমের অনুভূতি বেশি ছিল।
খুলনায় থেমে থেমে বৃষ্টি, কখনো ভারি, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলেছে বেলা ১২টা পর্যন্ত। অনেককে দেখা গেছে বৃষ্টিতে ভিজতে। এ বৃষ্টি নগরবাসীকে দিয়েছে প্রশান্তি। ভারি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি ও চলাচলে অসুবিধা হলেও অনেকে স্বস্তি প্রকাশ করে বলেছেন, শ্রাবণ মাসে চৈত্রের অস্বস্তি কর গরমে অতিষ্ট হয়ে উঠেছিল জনজীবন। প্রচণ্ড গরমের পর অবশেষে বৃষ্টি তাই স্বস্তির।
খুলনা আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় কারণে এ বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টি এখন প্রায় প্রতিদিনই হবে। কখনো সকালে-কখনো সন্ধ্যায়। তিন/চারদিন হতে পারে। পরবর্তী ৭২ঘণ্টায় দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়তে পারে।এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সান নিউজ/এআর