সান নিউজ ডেস্ক : কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনায় এড়াতে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল পৌনে ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
আরও পড়ুন : পলাশবাড়ীতে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
অপরদিকে, মাঝ নদীতে আটকে আছে রো রো ফেরি, খান, শাহ মখদুম ও জাহান আলী।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি এর আরিচা বন্দরের পরিচালক শাহ খালেদ নেওয়াজ।
আরও পড়ুন : উলিপুরে বিএনপি'র আলোচনা সভা অনুষ্ঠিত
পাটুরিয়া ফেরি ঘাটে যানবাহন নিয়ে পারের অপেক্ষায় রয়েছে রো রো ফেরি শাহ জালাল ও ইউটিলিটি ফেরি চন্দ্রমল্লিকা, দৌলতদিয়া ফেরি ঘাটে শাহ পরান, রুহুল আমিন, বরকত, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও ইউটিলিটি ফেরি রজনীগন্ধা, হাসনাহেনা ও বনলতা।
আরও পড়ুন : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩
শাহ খালেদ নেওয়াজ জানান, কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।
সান নিউজ/জেএইচ