নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) এক পূর্বাভাষে বলেছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপরে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগর মাঝারি থেকে দুর্বলভাবে বিরাজ করছে।
সারাদেশে বৃষ্টি অথবা বজ্রপাত আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাষে এসব কথা জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, ‘রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, অস্থায়ী দমকা বাতাসের সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে সারাদেশে তাপমাত্রা দিন ও রাতে অপরিবর্তিত থাকতে পারে।’
সান নিউজ/ আরএইচ