নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ফাল্গুনের প্রথম সপ্তাহের পর ফের ঠাকুরগাঁও সদর উপজেলার উপর দিয়ে বয়ে গেল ঝড়ো হওয়ার সাথে আকষ্মিক শিলাবৃষ্টি। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার এলাকার উপর দিয়ে আকষ্মিক দমকা হাওয়ার সাথে শিলাবৃষ্টি বয়ে যায়।
বৃষ্টিপাতের সাথে শিল পড়ে গম, মরিচ, ভুট্টা, পেয়াজ, টমেটো ও আলুর ক্ষেত নষ্টের আশঙ্কা করছেন কৃষকরা। এছাড়াও শিলের আঘাতে আম ও লিচুর মুকুল ঝড়ে পরেছে বলে জানায় ক্ষতিগ্রস্তরা।
স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে ৩টায় হঠাৎ মেঘে কালো হয়ে আসে। এরপর বাতাসের সাথে তুমুল শিলাবৃষ্টিপাত হয়।
এর আগে গত ২১ শে ফেব্রুয়ারি বিকেলে সদর উপজেলার রুহিয়া, সালন্দর, ভুল্লী, রাজাগাঁও ইউনিয়নের উপর দিয়ে বয়ে যায় শিলাবৃষ্টিপাত। তখন সদর উপজেলা আশপাশের ইউনিয়নে শিলাবৃষ্টি হয়। সেদিন শিলার আঘাতে প্রায় ২শ ঘরের টিনের চালা চুর্ণবিচূর্ণ হয়ে যায়। ফুটো হয়ে যায় টিনের চালা ও ছাউনি।
সান নিউজ/এমকেএইচ