গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে কালো বাজারে বিক্রি কালে ৪৫টি ঘুঘু ও ৪টি শালিক পাখি এবং ১টি ডাহক পাখি উদ্ধার করেছে বনবিভাগ। পরে পাখিগুলো খোলা আকাশে অবমুক্ত করলেন বন বিভাগ।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পাখিগুলো অবমুক্ত করা হয়েছে। এর আগে একই দিন দুপুরে পাখি গুলো উদ্ধার করা হয়।
এ সময় নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া, সহকারী বন সংরক্ষক কর্মকর্তা কাজী আরিফুর রহমান, রেঞ্জ কর্মকর্তা মহি উদ্দিনের উপস্থিতিতে বিভাগীয় বন কর্মকর্তা অবমুক্ত করেন।
বিভাগীয় বন কর্মকর্তা মো.ফরিদ মিয়া জানান, বন্য প্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণে উদ্ধারকৃত পাখিগুলো খোলা আকাশে অবমুক্ত করা হয়েছে।
সান নিউজ/এমকেএইচ