বঙ্গবন্ধু সাফারি পার্ক, গাজিপুর।
পরিবেশ

সাফারি পার্কে আরও ৩ পরামর্শক

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এক মাসের মধ্যে ১৩ প্রাণীর মৃত্যুর ঘটনায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই তদন্ত কমিটির কাজে সহযোগিতার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ৩ জন বিশেষজ্ঞ কর্মকর্তাকে পরামর্শক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

কর্মকর্তাগণ পার্কের প্রাণীগুলোর মৃত্যুর কারণ উদঘাটন এবং করণীয় বিষয়ে মতামত প্রদান করবেন। পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত বিষয়েও পরামর্শ দেবেন। ৩ জন বিশেষজ্ঞ কর্মকর্তাকে মনোনীত করেছে মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়।

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাণি সম্পদ মন্ত্রণালয় থেকে এই বিশেষজ্ঞদের মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনীত কর্মকর্তারা হলেন:

১) কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ডা. শফিউল আহাদ সরকার,

২) কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে কর্মরত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুকেশ চন্দ্র বৈদ্য এবং

৩) জাতীয় চিড়িয়াখানায় কর্মরত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হুদা।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব ড. অমিতাভ চক্রবর্তী জানান, তারা কোনো তদন্ত কমিটির সদস্য নন। তবে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির কাজের সহায়তা এবং পার্কের পশুদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কেবল পরামর্শ দেবেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও তদন্ত কমিটির প্রধান সঞ্জয় কুমার ভৌমিক জানান, আমাদের অনুরোধে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে ১ ফেব্রুয়ারি ওই ৩ কর্মকর্তার নামের তালিকা পাঠানো হয়েছিল। ইতোমধ্যে তারা আমাদের তদন্ত কাজে সহযোগিতা করছেন।=

জেব্রাগুলোর মৃত্যুর পরই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ১০ কার্যদিবস সময় দেওয়া হয়েছিল।

তবে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে পারেনি তদন্ত কমিটি। কমিটির সদস্য সংখ্যাও ৫ জন থেকে বৃদ্ধি করে ৮ জনে উন্নিত করা হয়েছে।

কমিটিতে নতুন যুক্ত হয়েছেন:

১) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি অনুষদের অধ্যাপক মো. আবু হাদী নূর আলী খান,

২) কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের (সিডিআইএল) প্রধান গোলাম আজম চৌধুরী ও

৩) জেলা প্রশাসনের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অঞ্জন কুমার সরকার ।

জেব্রাগুলোর মৃত্যুর বিষয়ে কমিটি আগেই জানিয়েছে, অতিরিক্ত কাঁচা ঘাস ছাড়াও স্ট্রেপ্টোকক্কাস, ই-কোলাই, স্টোডিয়াম, সালমোনিলা ও পাস্টুরেলা নামক ব্যাকটেরিয়ার আক্রমণে এবং নিজেদের মধ্যে মারামারি করে জেব্রাগুলো মারা গেছে।

এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় কারও গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

সাফারি পার্কে প্রাণীগুলোর মৃত্যু হওয়ার পর ইতোমধ্যে পার্কের প্রকল্প পরিচালক, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চিকিৎসককে বদলি করা হয়েছে।

সর্বশেষ গতকাল ১০ ফেব্রুয়ারি সরিয়ে দেওয়া হয়েছে পার্কের বন্যপ্রাণী সুপারভাইজার সারোয়ার হোসেনকে।

পার্ক প্রতিষ্ঠার পর থেকে সারোয়ার হোসেন কোর সাফারির আফ্রিকান সাফারিতে থাকা প্রাণীগুলোর দেখভালের দায়িত্ব পালন করে আসছিলেন।

তার স্থলে কোর সাফারির প্রাণীদের দেখভালের দায়িত্ব পালন করবেন ওয়াইল্ডলাইফ রেঞ্জার মোহাম্মদ হেলিম রায়হান।

আরও পড়ুন: শিক্ষামন্ত্রী শাবিপ্রবিতে যাচ্ছেন আজ

প্রসঙ্গত, চলতি বছরের গত ২ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারির মধ্যে সাফারি পার্কে ৯টি জেব্রা এবং ২৯ তারিখে আরও ২ টিসহ মোট ১১টি জেব্রা মারা যায়।

জেব্রা ছাড়াও সেখানে ১ টি সিংহী ও বাঘের মৃত্যু হয়েছে। কমিটি এসব প্রাণির মৃত্যুর কারণ খতিয়ে দেখছে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা