আন্তর্জাতিক ডেস্ক :
আজ ৮ জুন, আন্তর্জাতিক মহাসাগর দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘টেকসই সাগরের জন্য উদ্ভাবন’।
১৯৯২ সালের এই দিনে দিবসটি পালন শুরু হয়েছিল। সে বছর ব্রাজিলের রিও ডি জেনেরোতে সংঘটিত ধরিত্রী সম্মেলনে এ বিষয়ে প্রস্তাব দেয়া কানাডা।
এরপর ২০০৮ সালের ৫ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৩তম অধিবেশনে গৃহীত ১১১নম্বর প্রস্তাব অনুযায়ী ২০০৯ সাল থেকে দ্যা ওসেন প্রজেক্ট এবং ওয়ার্ল্ড ওসেন নেটওয়ার্ক এর মাধ্যমে প্রতি বছরের ৮ জুন আন্তর্জাতিকভাবে এই দিবসটি পলিত হয়ে আসছে।
পৃথিবীতে মানব জাতির টিকে থাকার অন্যতম চাবিকাঠি হল সাগর। খাদ্য, ওষুধসহ বিভিন্ন উপাদানের সঙ্গে আমাদের বেঁচে থাকার প্রয়োজনীয় অক্সিজেনের একটি বড় অংশ আসে মহাসাগর থেকে।
সাগর-মহাসাগরকে বলা হয় পৃথিবীর ফুসফুস। আমাদের অক্সিজেনের সবচেয়ে বড় জোগানদাতা হলো এসব সাগর আর মহাসাগর।
এই বিষয়টি অনেক মানুষই জানেন না। তাই সাগর-মহাসাগর সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোই এই দিবসের মুল উদ্দেশ্য।
সান নিউজ/সালি