সাননিউজ ডেস্ক: আজ বিশ্ব নদী দিবস। নদী রক্ষায় রোববার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশসহ বিভিন্ন দেশে পালিত হচ্ছে দিবসটি। নদী রক্ষায় মানুষকে সচেতন করাই দিবসটি পালনের মূল উদ্দেশ্য। নদী পৃথিবীর ধমনীর মতো, এর প্রবাহমনতাই মানুষের জীবন রক্ষাকারী।
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ভাইরাসমুক্ত বিশ্বের জন্য চাই দূষণমুক্ত নদী’। নদী রক্ষায় বিভিন্ন দেশে দিবসটি পালন হচ্ছে। এবার নদী দিবসে বিশ্বে প্রায় এক হাজার কর্মসূচি পালন হচ্ছে।
নদীমাতৃক বাংলাদেশে নদী ও মানুষের জীবন অবিচ্ছেদ্য। নদী সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশে প্রতিবছর সেপ্টেম্বরের শেষ রোববার দিবসটি পালন হয়।
১৯৮০ সাল থেকে দিবসটি পালন হচ্ছে। দিবসটি প্রথমে পালন শুরু করে কানাডার ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি। বিসি রিভারস ডে পালন দিয়ে যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। ১৯৮০ সালে কানাডার খ্যাতনামা নদীবিষয়ক আইনজীবী মার্ক অ্যাঞ্জেলো দিনটি ‘নদী দিবস’ হিসেবে পালনের উদ্যোগ নেন। বিসি রিভারস ডে পালনের সাফল্যের হাত ধরেই তা আন্তর্জাতিক রূপ পায়।
জাতিসংঘ ২০০৫ সালে নদী রক্ষায় জনসচেতনতা তৈরি করতে ‘জীবনের জন্য জল দশক’ ঘোষণা করে। তখন জাতিসংঘ দিবসটিকে অনুসমর্থন করে। ২০১০ সাল থেকে বাংলাদেশে এ দিবস পালন হচ্ছে।
সাননিউজ/এমআর