নিজস্ব প্রতিনিধি: কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, জামালপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, মুন্সিগঞ্জসহ উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ব্রহ্মপুত্রের পানি স্থিতিশীল থাকলেও যমুনার পানি কিছুটা কমেছে।
বর্তমানে ১০টি নদীর পানি ২২টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতিতে বেড়েছে পানিবন্দি মানুষের দুর্ভোগ। তলিয়ে যাচ্ছে রাস্তাঘাটসহ ফসলি অনেক জমি। অনেক জায়গায় দেখা দিয়েছে ত্রাণের জন্য হাহাকার। দেখা দিয়েছে খাবার ও নিরাপদ পানির সংকট।
সাননিউজ/এমএইচ/এমএম