নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: গত ২৪ ঘণ্টায় রাজবাড়ী জেলার প্রতিটি পয়েন্টে কমছে পদ্মার পানি। তবে এখনো ২ পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ওপর দিয়েই প্রবাহিত হচ্ছে।
শুক্রবার (২৭ আগস্ট) সকালে পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মো. হাফিজ বিষয়টি নিশ্চিত করেছেন। রাজবাড়ী জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ জানান, রাজবাড়ী জেলার দৌলতদিয়া পয়েন্টে ৩ সেন্টিমিটার কমে পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া পাংশা উপজেলার সেনগ্রাম পয়েন্টে ১০ সেন্টিমিটার পানি কমলেও বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে, রাজবাড়ী সদরের মহন্দ্রেপুর পয়েন্টে ৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।
এদিকে, হঠাৎই পদ্মার পানি কমতে শুরু করায় জেলার বিভিন্ন এলাকায় এরই মধ্যে দেখা দিয়েছে নদী ভাঙন। বুধবার (২৬ আগস্ট) সকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদার বাজার এলাকায় এনজিএল ইট ভাটার পাশে প্রায় ১০ মিটার অংশ নদী গর্ভে বিলীন হলেও তারপরে জেলার অন্য কোনো অংশে ভাঙন শুরু হয়নি বলে জেলা পানি উন্নয়ন বোর্ড থেকে নিশ্চিত করা হয়েছে।
সান নিউজ/এমএম