নিউজ ডেস্ক
রাতভর চারিদিক দুমড়ে মুচড়ে ঘূর্ণিঝড় আম্পান এখন একেবারেই দুর্বল। আজ ভোরের দিকে ঘূর্ণিঝড়টি স্থল নিম্নচাপে পরিণত হয়ে আরও উত্তর–পূর্ব দিকে সরে গেছে। তথ্যটি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দীন আহমেদ।
তিনি বলেন, স্থল নিম্নচাপে পরিণত হয়ে আম্পান আজ সকাল পৌনে ৯টার দিকে রংপুর অঞ্চলের দিকে অবস্থান করছিল। এটি আরও উত্তর–পূর্ব দিকে সরে যাবে।
সামছুদ্দীন আহমেদ আরও বলেন, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যাওয়ায় মোংলা, পায়রা সমুদ্রবন্দরসহ যেসব এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত ও ৯ নম্বর বিপদ সংকেত ছিল, সেটি তুলে ফেলা হয়েছে। তার পরিবর্তে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বলা বাহুল্য যে এরই মধ্যেই ঝড়ের কবলে পড়ে মৃতের সংখ্যা দুই ঘর ছাড়িয়েছে। সেই সাথে অনেক ঘরবাড়ি ঝড়ে উড়িয়ে নিয়ে গিয়েছে আবার কিছু কিছু এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। নদীর প্রবল ঢেউ আর প্রচণ্ড জোয়ারে ভেঙে গেছে বহু বেড়িবাঁধ। উপকূলীয় অঞ্চলের মানুষজন এখনো আশ্রয়কেন্দ্রেই অবস্থান করছে।