নিজস্ব প্রতিবেদক: সারাদেশে গত কয়েকদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার (১৭ আগস্ট) বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলভাবে কম থাকলেও বুধবার (১৮ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে ভোর থেকে ভারি বৃষ্টি হয়েছে। ঢাকাতে মঙ্গলবার রাতে হালকা বৃষ্টি হলেও বুধবার দুপুর থেকে শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। এতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। সব থেকে বেশি বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ। বৃষ্টির সঙ্গে বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজের দুর্ভোগের সঙ্গে যোগ হয়েছে বৃষ্টির দুর্ভোগও।
এদিকে বৃষ্টির কারণে রাস্তায় পরিবহন কম থাকলেও কোথাও কোথাও যানজট দেখা গেছে। যানবাহন সল্পতায় স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না। ঠাসাঠাসি করে গণপরিবহনে চলাচল করছেন যাত্রীরা। এছাড়াও বেশি ভাড়া নিতে দেখা গেছে সিএনজি অটোরিকশা ও রিকশাগুলো। কোথাও কোথাও ভ্যান ও রিক্সায় পার হতে দেখা যায় জলাবদ্ধ সড়ক।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।
তারা আরও জানায়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এদিকে আগামী দুই দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সান নিউজ/এমএম