নিউজ ডেস্ক
পুরো দেশ জুড়েই সুপার সাইক্লোন আম্ফানের প্রভাব পড়তে শুরু করেছে। এরিমধ্যে উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টি শুরু হয়ে গেছে। বরিশাল, খুলনা, পটুয়াখালী, মোংলাসহ উপকূলবর্তী এলাকাগুলোতে বৃষ্টির পরিমান ক্রমশই বাড়ছে।
প্রভাব পড়ছে ঢাকার আকাশেও। রাজধানীর বেশ কয়েক জায়গায় দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। বিকালের দিক থেকে বৃষ্টি বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা আছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে বাতাস। এসব কারণে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে ।
আবহাওয়া অধিদফতরের সারাদেশের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আম্পানের প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ এবং বিজলি চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। যেসব এলাকায় তাপপ্রবাহ বইছে, আজ তা কিছুটা কমতে পারে।
আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়, ঝড় যত এগিয়ে আসবে ঝড়ের প্রভাব বাংলাদেশের আকাশে ততো প্রকট হবে। আম্ফান বাংলাদেশে প্রবেশের সাথে সাথে বুধবার (২০ মে) সকাল থেকে আবহাওয়া আরও খারাপ হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, সুপার সাইক্লোনটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে ১৯ মে শেষরাত থেকে ২০ মে বিকাল বা সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।