সান নিউজ ডেস্ক: এবছরের শেষ সুপার মুন দেখা যাবে বৃহস্পতিবার (২৪ জুন), যা স্ট্রবেরি মুন নামে পরিচিত।
মার্কিন আদিবাসী সম্প্রদায় কৃষিকাজ শুরুর এই মৌসুমে স্ট্রবেরি চাষ করে থাকে। সেই জন্য এই সময়ের সুপার মুনকে তারা স্ট্রবেরি মুন বলে ডাকে। যদিও পৃথিবীর বিভিন্ন জায়গাতে সুপারমুনের ভিন্ন ভিন্ন নাম রয়েছে। 'স্ট্রবেরি মুন' এক ধরনের সুপারমন। যা এ বছরের শেষ সুপারমুন হতে পারে। জেলি-মিশ্রিত-চিংড়ি-বিক্রি-ব্যবসায়ীর-জরিমানা
পৃথিবীর কাছাকাছি আসায় সুপারমুনকে স্বাভাবিক পূর্ণিমার চাঁদের তুলনায় বড় ও বেশি উজ্জ্বল দেখায়। তাই এটি নিয়ে মানুষের আগ্রহও বেশি। জানা যায়, বৃহস্পতিবার (২৪ জুন) রাত ১১টা ১৫ মিনিট থেকে দেখা যাবে স্ট্রবেরি মুন। থাকবে রাত ২টা ৩৫ মিনিট পর্যন্ত।
সান নিউজ/ এমএইচআর