নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন জেলায় আজ শনিবারও (২৫ এপ্রিল) বৃষ্টি ও দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও ঢাকা বিভাগের বেশির ভাগ জেলায় আজও বৃষ্টি হবে। কোথাও দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাবে।
এ ছাড়া কোথাও কোথাও বজ্রপাত ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। একই সঙ্গে অনেক জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আভাসও দিয়েছেন সংশ্লিষ্টরা।
কয়েক দিনের ধারাবাহিকতায় গতকাল শুক্রবারও (২৪ এপ্রিল) দেশের প্রায় সব স্থানে বৃষ্টিপাত হয়েছে। কোথাও দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। আগের দিন বৃহস্পতিবার ঢাকায় কালবৈশাখী ঝড় বয়ে গেলেও গতকাল তুমুল বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিস বলছে, চলতি এপ্রিলের বাকি দিনগুলোতেও বৃষ্টি হবে। কালবৈশাখী ঝড় হবে। ঢাকায় গতকাল ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সান নিউজ/আরএইচ