ফিচার ডেস্ক: কয়েকদিনের ভ্যাপসা গরম। জনজীবন অতিষ্ঠ হয়েছিল। মঙ্গলবার (১৮ মে) সকাল থেকেও কড়া রোদে পুড়েছে ঢাকা শহর। তবে দুপুরের পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিতে মানুষ মুক্তি পেয়েছে অসহ্য গরম থেকে।
বিকেল ৫টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুস বলেন, দেশের অনেক এলাকাতেই বৃষ্টি হয়েছে। ঢাকার পুরো বিভাগজুড়েই বৃষ্টি হয়েছে।
তিনি জানান, ময়মনসিংহ, সিলেট, টাঙ্গাইল, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। রাতেও ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, শাহবাগ, হাতিরঝিল, প্রগতি সরণি, বসুন্ধরা আবাসিক এলাকাসহ প্রায় সবখানেই মষুলধারে বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, রাতেও দেশের বিভিন্ন স্থানে ঝোড়োহাওয়াসহ বৃষ্টি হবে।
এছাড়া কিছু এলাকায় দাবদাহ বয়ে যাচ্ছে। সেসব এলাকায় তা অব্যাহত থাকবে। বিশেষ করে খুলনা, যশোর, রাঙ্গামাটি এসব এলাকায় তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
সাননিউজ/এএসএম