নিজস্ব প্রতিবেদক : দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, মঙ্গলবার (১৫ডিসেম্বর) দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।
ছয় দিন ধরে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের এই জনপদ। দিনভর মেঘলা আকাশ ও ঘন কুয়াশার কারণে সূর্যের উত্তাপ ছড়াতে না পারায় জেঁকে বসেছে শীত। দিন দিন তাপমাত্রা কমে যাওয়ার কারণে শীতের তীব্রতাও বৃদ্ধি পেয়েছে। এতে করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
সোমবার(১৪ ডিসেম্বর) সকাল নয়টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সান নিউজ/পিডিকে/এস