নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার বায়ু দূষণ আজ ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে। এ সময় বিশ্বে বায়ুদূষণের তালিকার শীর্ষে রয়েছে ঢাকা। দূষণের এ মাত্রা শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করেছে।
আরও পড়ুন: ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২৫ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী, ঢাকায় বাতাসের মান ছিল ২৭৬ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়।
এ ছাড়া একিউআই স্কোর ২১১ নিয়ে ২য় স্থানে রয়েছে ভারতের দিল্লি। ১৯৭ স্কোর নিয়ে ৩য় অবস্থানে পাকিস্তানের লাহোর এবং ১৭২ স্কোর নিয়ে ৪র্থ স্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন।
একিউআই তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১-১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১-৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
সান নিউজ/এএন